Posts

Showing posts from February, 2020

CAN YOU THINK ??

 " জনসাধারন " শব্দটি  কিন্ত খুবই সাধারন , এবং খুব চেনা একটি শব্দ। সারাদিনে কতবারই না শব্দটা  শুনতে পাই আমরা। প্রতি নিয়ত নেতা  মন্ত্রী দের মুখে শুনতে পাই শব্দটি । কখনো বাসে ট্রেনে কখনো বা চায়ের দোকানে ,রাস্তা ঘটে প্রতি নিয়ত শুনতে পাই- "আমরা সাধারণ মানুষ,আমাদের কোনো দাম নেই" , আমাদের কি আর  ক্ষমতা , আমাদের কি করার আছে ।" এই সব কত কিছুই শুনতে পাই।     সত্যিই কি আমাদের কোনো দাম নেই ? সত্যিই কি আমাদের কোনো ক্ষমতা নেই ? সমাজের উচু মহলে  কি আমাদের কোনো মূল্য নেই ? আমরা কি শুধু ভোট দেয়ার জন্য ? কেনই বা বেশির ভাগ সাধারণ মানুষ(আমরা ) এগুলো বলে থাকি ? নিশ্চয় তার কারণ আছে। কোনো দিন কি আমরা আমাদের সংবিধানের চোখে নিজেদেরকে দেখেছি। সংবিধানের চোখে কিন্ত আমরা কিন্ত অনেক দামি ,আমরাই দেশের সম্পদ , এক কথায় আমরা সাধারণ মানুষ হলাম দেশের মালিক।  কিন্ত দেশের সমাজ ব্যাবস্তা কি আমাদেরকে সেটা অনুভব করায় ?......... না।  ভেবে দেখেছেন , আপনার বাড়ীর কাজের লোকটা যদি হটাৎ আপনার বাড়ীর প্রমান চায় , কেমন লাগবে আপনার ...