বাবার কথাটা হয়তো আমরা ভুলে যায়
"বাবা" নামটি আমাদের সবার চেনা, জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা অংশ... কিন্তু এই চেনা নাম টিকে আমরা চকচকে ঝকঝকে,বাহবা আকাঙ্খিত, উচ্চ শিক্ষিত,ব্যাস্ত এবং আধুনিক সমাজে অচেনা, অপ্রয়োজনীয় করে তুলছিনা তো?? কেমন যেন স্বার্থপর হয়ে উঠছি আমরা... এখন আমরা সোশ্যাল মিডিয়া প্রভাবিত সমাজের অংশ. আমরা খাবারের চেয়ে like,comment,share গুলিকেই পুষ্টি হিসেবে গুরুত্ব দিয়ে থাকি. তাই আমরা like, comment, বা প্রশংসার তাগিদে সোশ্যাল মিডিয়ায় বা রাস্তাঘাটে অথবা আড্ডায় কৃতজ্ঞতা ফলাতে "মা" এর গুরুত্ব ও প্রশংসার প্রতিযোগিতায় লেগে পড়ি.. তা ভালো কথা, মায়ের কোনো তুলনা হয়না. মা তো নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যায়. মায়ের প্রশংসা তে খারাপ কিছু নেই,, মায়ের পায়ে আমাদের সর্গ একথা অস্বীকার করার জায়গা নেই. কিন্তু আমাদের জীবনে বাবার গুরুত্ব টাও কম নেই. বাবা সম্পর্কে আমরা খুব কম ই শুনতে পাই. হয়তো আমরা ইচ্ছাকৃত ভাবেই বাবা নামক প্রানীটিকে ignore করে চলি. আমরা ভুলে যেতে চাই যে পুরো সমাজ টা গড়তে বাবা দের গুরুত্বপূর্ণ ভূমিকা. হয়তো বাবাদের এটা দুর্ভাগ্য. ভেবে দেখেছেন, একটা বাবা তার সারা জীবন টা একটু ...